ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্যাংকিং খাতের নেতিবাচক প্রভাবে ক্ষতিগ্রস্ত সরকার

ব্যাংকিং খাতে নেতিবাচক প্রভাব থাকায় সাধারণ মানুষের সঙ্গে ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকারও। তাই ব্যাংকিং খাতের প্রতি সুদৃষ্টি দিয়ে ঘাটতি পূরণ করতে সরকারের প্রতি আহ্বান জানান বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মো. সায়েদুর রহমান।

শনিবার (২৮ ডিসেম্বর) ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিমের সঙ্গে বিএমবিএর নবনির্বাচিত প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।

বিএমবিএ সভাপতি জানান, ব্যাংকিং কোম্পানি আইন (সংশোধিত)-২০১৮ এর ফলে ফাইন্যান্সিং পাওয়ার, দেশি ও বিদেশি বিনিয়োগ, আমানতকারীর সংখ্যা ও শেয়ারবাজারে দেশি-বিদেশি বিনিয়োগকারীর সংখ্যা কমে গেছে।

এছাড়া ব্যাংকিং খাতে যেসব নেতিবাচক প্রভাব আসছে তা থেকে বের হওয়ার কোনো শক্তি এখনও তৈরি হয়নি। এ ক্ষেত্রে দেশের বেসরকারি খাতের শীর্ষ বাণিজ্য সংগঠন হিসেবে এফবিসিসিআইয়ের সহযোগিতা প্রত্যাশা করেন বিএমবিএর নতুন কমিটি।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন