ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাণিজ্যে বিনিয়োগ বাড়াবে বাংলাদেশ-ভিয়েতনাম

বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ বাড়াতে চায় ভিয়েতনাম। এরই লক্ষ্যে বাণিজ্যের বিনিয়োগ বাড়াতে মোট এগারটি খাতকে চিহ্নিত করা হয়েছে। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে দুই দেশের মধ্যে জয়েন্ট ট্রেড কমিটির বৈঠকের মাধ্যমে এ বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হয়।

শুক্রবার হ্যানয়ে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হ্যানয়ে বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে জয়েন্ট ট্রেড কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ১১টি খাত চিহ্নিত করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ সকল খাতের মধ্যে রয়েছে কৃষি, ওষুধ, বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ, তথ্যপ্রযুক্তি খাত, পোশাকশিল্প খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা, হালাল পণ্যের বাণিজ্য বৃদ্ধি, সফটওয়্যার খাতে বিনিয়োগ, সরাসরি প্লেন চালু, পাটপণ্যের প্রসার বৃদ্ধি, ব্যাংকিং খাতে সহযোগিতা বৃদ্ধি ও পর্যটন খাতে সহযোগিতা।

দুই দেশের জেটিসি বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব জাফর উদ্দিন। আর ভিয়েতনাম প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির শিল্প ও বিনিয়োগবিষয়ক ডেপুটি কাও কুয়োক হান।

 

 

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন