শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ডিমের বাজারে স্বস্তির আভাস

ডিমের বাজারে স্বস্তির আভাস

সপ্তাহব্যাপী ডিমের দাম হঠাৎ ঊর্ধ্বমুখী থাকার পর বগুড়ার ডিমের বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে। সপ্তাহব্যাপী ৪৫ টাকা হালি দরে মুরগীর ডিম বিক্রি হলেও বাজারে দাম কমেছে হালিপ্রতি ৫ টাকা। বেড়েছে ক্রেতা, বেড়েছে ব্যবসায়ীদের বিক্রি।

গত বৃহস্পতিবার বগুড়া শহরের বিভিন্ন বাজারে মুরগীর লাল ও সাদা ডিম বিক্রি করতে দেখা যায় হালিপ্রতি ৪০ থেকে ৪২ টাকা। তবে হাঁসের ডিম বিক্রি হচ্ছে সপ্তাহের বৃদ্ধি হওয়া দাম ৬০ টাকা হালি দরেই। ডিমের দাম বৃদ্ধি আলোচনার তুঙ্গে থাকার পর আজ দাম কমায় অনেকটা স্বস্তি দেখা যায় খুঁচরা ক্রেতা-বিক্রেতার মাঝে।

শহরের কলেজবাজারে ডিম কিনতে আসা জেসমিন সুলতানা জানান, গত কয়েকদিন ডিম কিনতে এসে অনেকটা হতাশ হয়েছিলেন। আজকের বাজারে দাম কমায় স্বাচ্ছন্দ্যে ডিম কিনতে পারছেন তারা।

আরেক ক্রেতা সেলিম হোসেন বলেন, মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা মাছ-মাংসের পরিবর্তে ডিম খেয়ে থাকেন। ডিমের দাম সবসময় সহনীয় পর্যায়েই রাখা উচিত। ডিমের দাম বৃদ্ধির পর পুনরায় কমতে শুরু হওয়া প্রসঙ্গে  ব্যবসায়ী আতাউর আনন্দবাজারকে জানান, সরবরাহ কম থাকায় বেশি দামে ডিম কিনতে হয়েছে বলেই তারা খুচরা বাজারে দাম বৃদ্ধি করেছিলেন। তবে ডিমের সরবরাহ বেড়েছে বলে আজ থেকে অনেকটা স্বাভাবিক দামে বিক্রি হচ্ছে। ক্রেতাও বেড়েছে কয়েকদিনের তুলনায়।

এদিকে গত কয়েকদিনে ডিমের দাম বৃদ্ধির পর থেকে জেলা প্রশাসক কর্তৃক বাজার মনিটরিং অব্যাহত রেখেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।

আরও পড়ুনঃ  লিটারে ২ টাকা কমবে সয়াবিন তেলের দাম

সংবাদটি শেয়ার করুন