শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

জোয়ারে লেনদেন হাজার কোটিতে

ঘুরে দাঁড়ালো পুঁজিবাজার
  • সব ধরনের সূচক উত্থান
  • বেড়েছে বেশির ভাগ কোম্পানির দর
  • ডিএসইর লেনদেন হাজার কোটিতে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল মঙ্গলবার সব ধরনের সূচকের উত্থান হয়েছে। এদিন ডিএসইর লেনদেন হাজার কোটি টাকার ঘরের অবস্থান করেছে। বেড়েছে দুই স্টকের বেশির ভাগ কোম্পানির শেয়ার দর।

স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই (রবিবার) পুঁজিবাজারে বড় উত্থান হয়েছিল। রবিবারের মতো পরেরদিন সোমবারে পুঁজিবাজার উত্থান ছিল। এরপরের তিন কার্যদিবস (মঙ্গলবার থেকে বৃহস্পতিবার) উত্থান ধারা অব্যাহত ছিল। উত্থান কারনে স্বস্তিতে ছিলো বিনিয়োগকারীরা। সেই স্বস্তি পরের চার কার্যদিবসের মন্দায় পুঁজিবাজারের কাল হয়ে দাঁড়িয়েছিলো। টানা পতনে ক্রেতার সংখ্যা বহুগুনে হারায়। এরপর গত দুই কার্যদিবস উত্থানে ফিরে আসলো পুঁজিবাজার।

আরও জানা যায়, গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৩৪ কোটি ৬৫ লাখ  টাকার শেয়ার। আগের কার্যদিবস রবিবার লেনদেন হয়েছিল ৬৪৪ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার। গতকাল ডিএসইতে লেনদেন হওয়া ৩৮১টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৩৭টি বা ৬২ শতাংশ এবং কমেছে ৪২টির। শেয়ার পরিবর্তন হয়নি ১০২টির।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫০ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২২৫ দশমিক ৯১ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ১৩ দশমিক ৭২ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ১০ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে যথাক্রমে দাঁড়িয়েছে ২ হাজার ২১৩ দশমিক শূন্য ২ পয়েন্ট এবং ১ হাজার ৩৬১ দশমিক ৩৮ পয়েন্টে।

আরও পড়ুনঃ  খুশিতে বাগানে ফেরা

এদিন ডিএসইতে বেক্সিমকোর শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন বেক্সিমকো ৮৩ কোটি ২৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে আইপিডিসি ফাইন্যান্স ৪০ কোটি ২২ লাখ টাকা, মালেক স্পিনিং ৩৫ কোটি ৩১ লাখ টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ২৭ কোটি ২ লাখ টাকা, ইন্ট্রাকো রিফুয়েলিং ২৫ কোটি ২২ লাখ টাকা, গ্রামীনফোন ২২ কোটি ৫ লাখ টাকা, কপারটেপ ১৯ কোটি ৯৮ লাখ টাকা, প্রাইমটেক্স ১৯ কোটি ৪০ লাখ টাকা, ওরিয়ন ফার্মা ১৮ কোটি ৫৫ লাখ টাকা এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ১৮ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

অপরদিকে সিএসইতে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ১৮ কোটি ২ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস রবিবার ১৫ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৭৯টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৫৬টি, কমেছে ৪২টি এবং পরিবর্তন হয়নি ৮১টির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১৪২ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩১৩ দশমিক ৮৫ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ৯ দশমিক ৪৭ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ২৩ দশমিক ৫২ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৮৫ দশমিক ৮৩ পয়েন্ট এবং সিএসইআই সূচক ১৩ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩৩৫ দশমিক ২৭ পয়েন্টে, ১৩ হাজার ৩২৯ দশমিক ৫৭ পয়েন্টে, ১০ হাজার ৯৭১ দশমিক ৮৯ পয়েন্ট এবং ১ হাজার ১৬৩ দশমিক ৪২ পয়েন্টে।

আরও পড়ুনঃ  ধুকছে চিংড়িখাত সম্ভাবনা ক্ষীণ

এদিন সিএসইতে স্কয়ার ফার্মার শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন স্কয়ার ফার্মা ২ কোটি ২৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইর্স্টান হাউজিং ৫৯ লাখ টাকা, বেক্সিমকো ৫৮ লাখ টাকা, লঙ্কাবাংলা ফাইন্যান্স ৫১ লাখ টাকা, সাইফ পাওয়ারটেক ৫১ লাখ টাকা, প্যারামাউন্ট ৩৯ লাখ টাকা, খান ব্রাদার্স পিপি ৩৭ লাখ টাকা, ম্যাকসন স্পিনিং ৩৭ লাখ টাকা, অলিম্পিক এক্সেসরিজ ৩৬ লাখ টাকা এবং জেএমআই হসপিটাল ৩২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

গত ২৮ জুলাই (বৃহস্পতিবার) ফ্লোর প্রাইস নির্ধারণের পর থেকেই পুঁজিবাজার উত্থানমুখী ছিলো জানিয়ে পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলেন, এর ফলে টানা পাঁচ কার্যদিবস পুঁজিবাজারের সূচক বাড়ে। লেনদেনসহ অধিকাংশ কোম্পানির শেয়ার দর বাড়ে। এর সঙ্গে যোগ হলো ২ আগস্ট পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ হবে ক্রয়মূল্যের সিদ্ধান্ত। খবরটির পর লেনদেন ১২শ কোটি টাকার ঘরে চলে আসে। সব মিলিয়ে উত্থানে ছিলো পুঁজিবাজার। কিন্তু গত চার কার্যদিবস (রবিবার ও বৃহস্পতিবার) ফের ফিরে আসলো উল্টোমুখীতে। মন্দায় তলিয়ে গিয়েছিলো পুঁজিবাজার। পতনের কারন হিসেবে জ্বালানি তেল অস্বাভাবিক বৃদ্ধির দিকেই আঙ্গুল তুললেন সবাই। সেই পতন পথ থেকে বেরিয়ে ফের উত্থানে ফিরলো পুঁজিবাজার গত দুই কার্যদিবস। উত্থান কারনে গতকাল লেনদেন ফের হাজার কোটি টাকা ছাড়িয়েছে।

সংবাদটি শেয়ার করুন