শীতের সকালে যখন সবাই আরাম করতে বিছানায় তখন আন্তর্জাতিক বাণিজ্যমেলা প্রাঙ্গণে এক দল কর্মব্যস্ত লোক। অনেকে রঙ-তুলির শেষ আঁচড় দিচ্ছে প্যাভিলিয়নে, আবার অনেকে করছে মালামাল আনা-নেওয়া। চারপাশে শুধু খট খট শব্দ। এখন শুধু ডেকোরেশন করাই বাকি, প্যাভিলিয়নের মূল অবকাঠামো তৈরির কাজ আগেই শেষ।
বাণিজ্যমেলার ভিআইপি গেট দিয়ে ঢুকলেই চোখে পড়বে রংপুর কারুপণ্যের প্যাভিলিয়ন। দৃষ্টিনন্দন ডিজাইন করা হয়েছে। স্টলে কর্মরত আজাদ জানান, ‘যেহেতু এটা কারুপণ্যের প্যাভিলিয়ন তাই গ্রামীণ ঐতিহ্য তুলে ধরা দরকার। তাই দেয়াল তৈরিতে আমরা বাঁশের ব্যবহার বেশি করেছি।’
পয়লা জানুয়ারি ২০২০ থেকেই শুরু হবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। এক মাস এই মেলা চলবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধন করবেন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। জাতীয় স্মৃতিসৌধের আদলে তৈরি করা হচ্ছে এবারের মেলার প্রধান ফটক।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) উপ-পরিচালক ও মেলার সদস্য সচিব ও মো. আবদুর রউফ প্রস্তুতির বিষয়ে জানান যে, ‘আশা করি, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হবে।’
আন্তর্জাতিক প্যাভিলিয়ন ৫৫টি নিয়ে মেলায় এবার সব মিলে ৪৫০টি প্যাভিলিয়ন থাকছে। এর মধ্যে বাংলাদেশ ছাড়াও ২০টি দেশ এবারের মেলায় অংশ নেবে। মেলার মাঠ বালি দিয়ে তার ওপরে ইট বিছানো হচ্ছে।
ওয়ালটনের এবার বাণিজ্যমেলায় তিনতলা বিশিষ্ট দুটি প্রিমিয়ার প্যাভিলিয়ন থাকছে । এসব প্যাভিলিয়নে ‘মেড ইন বাংলাদেশ’ খ্যাত এ প্রতিষ্ঠানের নানা প্রযুক্তিপণ্য বিক্রি ও প্রদর্শন করা হবে।
আনন্দবজার/এস.কে