শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বিদ্যালয়ে তালাভেঙে ফ্যান চুরি

বিদ্যালয়ে তালাভেঙে ফ্যান চুরি

নীলফামারীর ডিমলায় একটি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কার্যালয়ের তালা ভেঙে ৮টি ফ্যান (বৈদ্যুতিক পাখা) চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিনগত রাতে উপজেলার সদর ইউনিয়নের উত্তর তিতপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতের অন্ধকারে দরজার তালা ভেঙে অফিস কক্ষ থেকে  ৮টি নতুন প্যাকেটজাত ফ্যান ,ক্যালকুলেটর, মাল্টিপ্লাগ চুরি করে নিয়ে গেছে চোরের দল। এ ঘটনায় বিদ্যালয়ের দায়িত্বরত নৈশ্য প্রহরীকে কারন দর্শানোর নোটিশ দিয়েছি।থানায় মামলার প্রস্তুতি চলমান। প্রধান শিক্ষক আরও বলেন, ঈদের ছুটি ও নিয়োগ সংক্রান্ত ব্যাস্ততার কারনে সরকারিভাবে পাওয়া এসব বৈদ্যুতিক পাখা শ্রেণীকক্ষে লাগানো হয়নি।

জানা গেছে, গত ১৯ জুলাই উপজেলা উন্নয়ন সহায়তা খাতের আওতায় ওই বিদ্যালয়ে বিআরবি কোম্পানির ৮টি বৈদ্যুতিক পাখা দেয় উপজেলা প্রশাসন। এসব বৈদ্যুতিক পাখা শ্রেণীকক্ষে ব্যাবহারের  নির্দেশনা থাকলেও তা না মেনে বিদ্যালয়ের অফিস কক্ষে পাখাগুলো রেখে দিয়েছিলেন প্রধান শিক্ষক।

বিদ্যালয়ের নৈশ্য প্রহরী আরাফাত হোসেন জানান, রাত ৩ টার দিকে শারীরিক অসুস্থতার কারণে বিদ্যালয় থেকে নিজ বাড়িতে চলে যাই। সকালে এসে দেখি অফিস কক্ষের তালা ভেঙে ফ্যান গুলো চুরি হয়ে গেছে।

ডিমলা থানার এসআই প্রদীপ কুমার রায় জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, বিষয়টি আমার জানা নেই। বৈদ্যুতিক পাখাগুলো দেওয়া হয়েছে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে লাগানোর জন্য। বিষয়টি জেনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন তিনি।

আরও পড়ুনঃ  পুকুর-জলাশয়ে রাক্ষুসে সাকার ফিশ

সংবাদটি শেয়ার করুন