বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ঘন কুয়াশায় ৫ ঘন্টা বিমান চলাচল বন্ধ

শীতের প্রকোপে থমকে আছে দেশের ক্ষেতে খাওয়া ও শ্রমজীবি মানুষ। তবে গত কয়েকদিনে শীতের তীব্রতা তুলনামূলক কিছুটা কমেছে। এদিকে ঘন কুয়াশায় আজ বুধবার রাত থেকে সকাল পর্যন্ত প্রায় পাঁচ ঘণ্টা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ ছিল।

আবহাওয়া অধিদপ্তর জানায়, কুয়াশার দাপট আরও কয়েক দিন থাকবে। এর সঙ্গে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে হালকা বৃষ্টি হতে পারে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র এয়ার ট্রাফিক অফিসার এস এম ওহিদুর রহমান জানান, মঙ্গলবার দিবাগত রাত দেড়টা থেকে ফ্লাইট ওঠানামা বন্ধ হয়ে যায়। এ সময় গালফ এয়ার, বাংলাদেশ বিমানের কয়েকটি ফ্লাইট ঢাকায় অবতরণ করতে না পেরে কলকাতায় চলে যায়।

বিমানবন্দর সূত্রানুযায়ী, রানওয়ের ভিজিবিলিটি কমপক্ষে ৬০০ মিটার থাকলে উড়োজাহাজ ওঠানামা করতে পারে। কিন্তু গত কয়েক দিনের মতো আজ এর মাত্রা ৫০ মিটারের নিচে নেমে আসে।

আনন্দবাজার/ইউএসএস

আরও পড়ুনঃ  বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ আর নবায়ন করা হবে না

সংবাদটি শেয়ার করুন