আগামী সংসদে আবাসন খাতে নিবন্ধন ফি কমানোর বিষয়টি তোলা হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘রিহ্যাব উইনটার ফেয়ার-২০১৯’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
পাঁচ দিনের শীতকালীন এ আবাসন মেলা আগামী শনিবার পর্যন্ত থাকবে। আশা করছি, শিগগিরই ফ্ল্যাট ও প্লটের নিবন্ধন ব্যয় কমবে।
গৃহায়নমন্ত্রী বলেন, নিবন্ধন ফি কমানোর বিষয়ে আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে। তারা যাচাই-বাছাই করছে। আগামী সংসদ অধিবেশনে এ প্রস্তাব উপস্থাপন করা হবে।
গণপূর্তমন্ত্রী জানান, কিছু অসৎ ব্যবসায়ী বুড়িগঙ্গা পার করে মাওয়া ঘাট পর্যন্ত রাস্তার দু’পাশে স্বল্প পরিমাণ জায়গা ভাড়া করে। এরপর চাকচিক্যময় বিজ্ঞাপন দিয়ে মানুষের টাকা হাতিয়ে নেয়। বিশেষ করে প্রবাসী ও সহজ-সরল মানুষ তাদের ফাঁদে পড়ে। এদের কারণে ভালো আবাসন ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এসব বাটপারদের ব্যাপারে রিহ্যাবের পক্ষ থেকে পত্র-পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে জনগণকে সতর্ক করতে হবে।
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সেবা সহজ করার কাজ চালিয়ে যাচ্ছি। আগে বিল্ডিং তৈরির কাজে ১৬টি সংস্থার অনুমোদন নেওয়া লাগত। আমরা এটা সহজ করে চারটিতে নামিয়ে এসেছি। ভূমির ছাড়পত্র সহজ করে অটোমেশন পদ্ধতি চালু করেছি। ডেভেলপারদের আইন মেনে সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, আবাসন খাতে কিছু সমাস্যা রয়েছে। আমরা সেটা সমাধানের চেষ্টা করছি।
দুর্নীতির বিষয়ে মন্ত্রী বলেন, একটা সময় ছিল যখন ফাইল এক টেবিল থেকে আরেক টেবিলে যেতে অনেক সময় লাগত। এখন আর এ অবস্থা নেই। আমরা সেখানে টাইম ফ্রেম করে দিয়েছি। এ নির্দিষ্ট সময়ের মধ্যে যদি ফাইলের কাজ শেষ না হয়, যার টেবিলে পাওয়া যাবে; তার ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করব।
আনন্দবাজার/ইউএসএস