ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মিসর গ্যাসের সংকট মিটাচ্ছে ইসরাইল থেকে

সম্প্রতি ইসরাইল থেকে গ্যাস আমদানি শুরু করতে যাচ্ছে মিসর। আগামী বছর জানুয়ারির মাঝামাঝি এ আমদানি শুরু হবে বলে ধারণা করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রমতে, ইসরাইল থেকে গ্যাস আমদানির এ পরিমাণ আস্তে আস্তে সাত বিলিয়ন কিউবিক মিটারে উন্নীত করা হবে। গতবছর ইসরাইলের দুটি গ্যাসক্ষেত্র পরিচালনাকারী প্রতিষ্ঠানের সঙ্গে এ-সংক্রান্ত চুক্তিতে পৌঁছায় মিসরের কোম্পানি ডলফিনাস হোল্ডিংস।

গেল অক্টোবরে ইসরাইলি কোম্পানিগুলো জানায়, মিসরে রফতানি করার লক্ষ্যে তারা গ্যাস উত্তোলন বাড়াতে যাচ্ছে। এরই মাঝে ইসরাইলের জ্বালানি মন্ত্রণালয় দেশটির সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এ রফতানির বিষয়ে অনুমোদন দিয়ে দিয়েছে। তবে এ বিষয়ে কোনো ধরণের তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছেন মিসর কর্তৃপক্ষ।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন