‘জাতীয় বাজেট ২০২২-২৩: স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক পর্যালোচনা’ শীর্ষক ওয়েবিনার আগামী ২৪ জুন, শুক্রবার বিকাল ৩টায় শুরু হবে। শিক্ষা ও গবেষণাধর্মী সংগঠন মুভমেন্ট ফর ওয়ার্ল্ড এডুকেশন রাইটস-এমডব্লিউইআর ও দৈনিক আনন্দবাজার যৌথ উদ্যোগের ওয়েবিনারটির আয়োজন করছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। স্টামফোর্ড ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি থাকছেন ডা. লেলিন চৌধুরী, চেয়ারম্যান, হেলথ এন্ড হোপ স্পেশালাইজড হাতপাতাল, সৈয়দ আবদুল হামিদ, অধ্যাপক স্বাস্থ্য অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ হেলথ রিপোর্টাস ফোরামের সাধারণ সম্পাদক মাঈনুল হাসান সোহেল।
আনন্দবাজার/টি এস পি