শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আমরাও চাই বাই-ব্যাক নিয়ম চালু হোক

শুধু আপনারা না আমরাও চাই বাই-ব্যাক নিয়ম চালু হোক। যাতে করে যখন শেয়ারের দাম কম থাকবে তখন যেন কিনতে পারি। কোম্পানির প্রতি আমাদের আস্থা আছে বলে মন্তব্য করেন আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের চেয়ারম্যান মো. আজিমুল ইসলাম।

আজ (১৮ ডিসেম্বর) বুধবার কোম্পানি ২৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের দাবির প্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন। এজিএম এ শেয়ারহোল্ডাররা শেয়ার বাই-ব্যাক করার কথা বলেন।

চেয়ারম্যান জানান, বাই-ব্যাক শুধু আপনাদের দাবি নয় আমাদেরও দাবি। এ কোম্পানির প্রতি আমাদের আস্থা আছে। আপনারা সকলেই জানেন কত কষ্ট করে কোম্পানিকে ওটিসি মার্কেট থেকে মূল মার্কেটে নিয়ে এসেছি এবং বর্তমানে এটা ‘এ’ ক্যাটাগরিতে রয়েছে। সাধারনত একবার কোনো কোম্পানি ওটিসি মার্কেটে গেলে সেটা আর মূল মার্কেটে ফিরে আসে না। আমাদের ইচ্ছে এবং পরিশ্রমের ফলেই এটা সম্ভব হয়েছে।

আনন্দবাজার/ইউএসএস

আরও পড়ুনঃ  এবার ব্যাংক বন্ড ও ডিবেঞ্চারে বিনিয়োগ করতে পারবে ইচ্ছেমতো

সংবাদটি শেয়ার করুন