ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

রাঙ্গামাটিতে পাহাড়ধসের আশঙ্কা, ঝুঁকিতে ১৫ হাজার মানুষ

টানা বৃষ্টিতে রাঙ্গামাটির বিভিন্ন এলাকায় পাহাড় ধসের শঙ্কায় তৈরী হয়েছে। ফলে পাহাড়ের পাদদেশে বসবাসরতদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, জেলায় ঝুঁকি নিয়ে পাহাড়ে বসবাস করছে চার হাজার পরিবারের প্রায় ১৫ হাজার মানুষ। ঝুঁকিতে এসব বসবাসকারী মানুষের জন্য খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। শহরের ৯ ওয়ার্ডে ২০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সচেতন করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ মনে হলে আশ্রয়কেন্দ্র চলে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ভারি বর্ষণ অব্যাহত রয়েছে। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে তিনদিন চট্টগ্রাম বিভাগে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। যেহেতু আমাদের রাঙ্গামাটি পাহাড় ধসের জন্য ঝুঁকিপূর্ণ সেহেতু যারা ঝুঁকিতে পাহাড়ের পাদদেশে বসবাস করছেন তাদের সতর্ক থাকা অত্যন্ত জরুরি।

জেলা প্রশাসক আরও বলেন, পাহাড়ের পাদদেশে ঝুঁকিতে বসবাসরত লোকজনদের জন্য ২০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আমরা সবাইকে মাইকিং করে সর্তক করছি। আমাদের জেলা প্রশাসনের টিম এবং বিভিন্ন সরকারি দপ্তর ও স্বেচ্ছাসেবি সংগঠনের টিম মাঠে কাজ করছে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন