ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিদ্যুৎ বিচ্ছিন্ন সিলেট ও সুনামগঞ্জের

বিদ্যুৎ বিচ্ছিন্ন সিলেট ও সুনামগঞ্জের

সিলেটের কুমারগাঁও উপকেন্দ্রে বন্যার পানি উঠে যাওয়ায় পুরো সিলেট ও সুনামগঞ্জ জেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার (১৮ জুন ) দুপুর ১২টার দিকে সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রৌকশলী (১) ফজলুল করীম।

তিনি বলেন, বন্যার পানি উঠে যাওয়ার কারণে উপকেন্দ্রটি আপাতত বন্ধ করা হয়েছে। পানি নেমে গেলে উপকেন্দ্রটি আবার চালু করা হবে। তবে আমরা পানি সেচে দ্রুত সময়ের মধ্যে এটি আবার চালু করার চেষ্টা চলমান রয়েছে।

এদিকে সিলেট রেলস্টেশন ঢুকে পড়ায় রেলস্টেশন বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও স্টেশন থেকে চলবে ট্রেন।

শনিবার (১৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে রেলস্টেশন বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. নুরুল ইসলাম।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন