শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে জুতার কারখানায় আগুন

চট্টগ্রামে জুতার কারখানায় আগুন

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার পূর্ব মাদারবাড়ি মালুম মসজিদ এলাকায় জুতার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার ভোর পৌনে ৬টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আনিসুর রহমান বলেন, মাদারবাড়িতে জুতার কারখানায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। জুতার কারখানার চারদিকে দেয়াল দিয়ে ওপরে টিনশেড ছিল। তাই আগুন নেভাতে আমাদের বেগ পেতে হয়েছে। পরে টিন খুলে ভেতরে পানি দেওয়া হয়। আগুনে ছোট ছয়টি জুতার কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে।

সকাল ৭টা ২৫ মনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এই মুহূর্তে বলতে পারছি না। তদন্ত সাপেক্ষে পরে বলা যাবে। এর আগে, গত শনিবার রাতে সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে আগুন ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৯ কর্মীসহ এখন পর্যন্ত ৪৩ জনের মৃত্যু হয়েছে এবং দগ্ধ হয়েছেন দুই শতাধিক।

আরও পড়ুনঃ  সিঙ্গাপুরের এসএমবিসির ১৪ কোটি ডলার অর্থায়ন পেল সামিট

সংবাদটি শেয়ার করুন