শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে মাধ্যমে সারাদেশে পালিত হয়েছে আন্তর্জাতিক নার্স দিবস। দেশের বিভিন্ন স্থানের প্রতিনিধিদের পাঠানো সংবাদ।

নড়াইল প্রতিনিধি

দীর্ঘ ২ বছর পর করোনা যুদ্ধ কাটিয়ে  নেচে গেয়ে নড়াইলে ২০২তম আন্তর্জাতিক নার্স দিবস পালন করলেন নার্সরা। গতকাল বৃস্পতিবার সকালে সদর হাসপাতাল, নড়াইলের নার্সদের আয়োজনে এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। সদর হাসপাতাল চত্বর থেকে একটি র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সদর হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। নার্সিং সুপার ভাইজার ননী বালা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক  ডা. প্রেমানন্দ মন্ডল। এ সময় আরো বক্তব্য রাখেন সদর হাসপাতালের সহকারি পরিচালক ডা. আসাদুজ্জামান মুন্সি, স্বাধীনতা নার্সেস পরিষদ, নড়াইল জেলা কমিটির সভাপতি বিউটি পারভিন,সাধারন সম্পাদক হেনা পারভিন, নিনিয়র ষ্টাফ নার্স সুমি আকতার, রেমানা আফরোজ ,নার্স মজিদা খানম, সুপ্রিয়া, শাহিনুর বেগম প্রমূখ। হাসপাতালের সিনিয়র-জুনিয়র নার্সসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) এবং জেলা নাসিং ও মিডওয়াইফারি কলেজের আয়োজনে র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে বের হয়ে হসপাতাল সড়কসহ জেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিএনএ জেলা সভাপতি আবদুল্যাহ ফারুক র‌্যালির নেতৃত্ব দেন। র‌্যালি শেষে জেলা সিভিল সার্জন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. আব্দুছ ছালাম, নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হেলাল উদ্দিন, জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. হাসিনা জাহান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের আহবায়ক আবু নাছের’সহ অনেকে। জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হেলাল উদ্দিন বলেন, বর্তমানে হাসপাতালে সেবার মান আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। এ সেবাকে আরও বৃদ্ধি করতে ৫০জন নার্স নিয়োগ দিতে হবে। তাহলে জনসাধারণ আরও ভালো সেবা পাবে।

আরও পড়ুনঃ  যুবদল নেতা আজাদের উপর হামলায় মেহেন্দীগঞ্জ যুবদলের তীব্র নিন্দা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। ১২ মে সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে সকল নার্সবৃন্দ দিবস উপলক্ষে একটি র‌্যালী বের করে। র‌্যালী শেষে বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আবাসিক মেডিকেল অফিসার ডা. জহুরুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. নিয়াজ মোস্তাক চৌধুরী, জেলা পাবলিক হেলত নার্ম মোসা. রাবেয়া খাতুন, ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স সেলেস্তিনা হাসদা, বিউটি বেগম, মেহের নিগার প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সিনিয়র স্টাফ সকল নার্সগণ তাদের নিয়মিত পদোন্নদির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

সংবাদটি শেয়ার করুন