শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পর্যটক বরণে পাহাড়কন্যা

পর্যটক বরণে পাহাড়কন্যা

পাহাড়ের কোল ঘেঁষে মেঘের আনাগোনা, আঁকা-বাকা সর্পিল রাস্তা, নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য পাহাড়ি বাঙালিসহ ১১টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর শান্তিপূর্ণ বসবাস পাহাড় কন্যা বান্দরবানে। তাই প্রকৃতির এই অপার সৌন্দর্য্য কাছে ডাকে পর্যটকদের। প্রতি বছর ঈদের ছুটিতে প্রকৃতির কন্যা বান্দরবানের সৌন্দর্য্য দেখতে হাজারো পর্যটক ছুটে আসে দেশের বিভিন্ন অঞ্চল থেকে। তবে মহামারি করোনা ভাইরাসের কারণে বিগত দুই বছর ঈদে বান্দরবানে কোন পর্যটকের সমাগম ঘটেনি। দীর্ঘ দুই বছর পর করোনা পরিস্থিতি স্বাভাবিক ও সরকারিভাবে কোনো বিধিনিষেধ না থাকায় এবার ঈদে ব্যাপক পর্যটকের সমাগম ঘটবে, পাশাপাশি টানা ছুটি পর্যটন ব্যবসায় বাড়তি সুযোগ সৃষ্টি হয়েছে বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্ঠ ব্যবসায়ীরা।

ঈদ ও ছুটি পেলেই নগর জীবনের ব্যস্ততা ভুলে পাহাড়ের মনোরম প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বান্দরবানে ছুটে আসেন ভ্রমণ পিপাসুরা। এবার ঈদে মেঘলা, নীলাচল, স্বর্ণ মন্দির, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরি, নীল দিগন্তসহ সব পর্যটনস্পট ঢেলে সাজানো হয়েছে। শহরের হোটেল মোটেলগুলোতে করা হয়েছে আলোকসজ্জা। ইতোমধ্যে জেলার হোটেল মোটেল গুলোতে অগ্রিম রুম বুকিং শুরু হয়েছে।

বান্দরবানের মেঘলার হোটেল স্বপ্নবিলাস এর মালিক বিশ্বজিৎ দাশ বাপ্পা বলেন, পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে বান্দরবানে আশা করছি ভালো পর্যটক পাবো। এই পর্যন্ত হোটেলে পঞ্চাশ ভাগ বুকিং পেয়েছি, যদিও আগের সময়ে পুরোপুরি বুকিং থাকতো। তবে এখনও আশা এর মধ্যেই সব ‍বুকিং হয়ে যাবে। বান্দরবানের অন্যতম আবাসিক হোটেল হিলভিউ এর জিএম পারভেজ জানান, ঈদে আমাদের হোটেলের রুমগুলো নতুন সাজে সাজিয়েছি। এখনো আশানুরূপ বুকিং পাইনি। পর্যটকের সংখ্যা কিছুটা কম। তবে আশা করি ঈদের সময় পর্যটকের আগমন বাড়বে।

আরও পড়ুনঃ  প্রতিবন্ধীদের পাশে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা

এদিকে বান্দরবান আবাসিক হোটেল মোটেল মালিক সমিতির সভাপতি অমল কান্তি দাশ জানান, বিগত দুইবছর করোনাভাইরাসের কারণে বান্দরবানে পর্যটক আসেনি। এবার ঈদে সরকারিভাবে কোনো বিধিনিষেধ না থাকায় আশা করছি ব্যাপক পর্যটকের সমাগম ঘটবে। ইতোমধ্যে আমরা পর্যটক বরণে হোটেল মোটেলগুলো নতুনরূপে সাজিয়েছি। ঈদে আগত পর্যটদের সেবা দিতে আমরা প্রস্তুত আছি।

এদিকে, ঈদের টানা বন্ধে পর্যটক আগমনের বিষয়টি মাথায় রেখে জেলার সব পর্যটন কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। পর্যটকরা যাতে নিরাপদে ভ্রমণ করতে পারে সেজন্য সব প্রস্তুতির কথা জানালেন পুলিশ সুপার জেরিন আখতার। তিনি বলেন, ঈদের টানা বন্ধে বান্দরবানে প্রচুর পর্যটক আসবে বলে আশা করি। তাদের নিরাপত্তায় আমরা পুলিশের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। পর্যটকরা নিরাপদে জেলার সব পর্যটন স্পটে ঘুরে বেড়াতে পারবেন। গত দুই বছরের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে পর্যটন নগরী বান্দরবানে বিপুল পর্যটকের আগমন ঘটবে বলে প্রত্যাশা করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

সংবাদটি শেয়ার করুন