শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

একশ টাকার দোকানদার বৃদ্ধারা পেলেন সহায়তা

একশ টাকার দোকানদার বৃদ্ধারা পেলেন সহায়তা

আনন্দবাজারে সংবাদ প্রকাশের পর

কিশোরগঞ্জের কটিয়াদীতে হতদরিদ্র ভূমিহীন বৃদ্ধা স্বামী-স্ত্রীর পাশে দাঁড়িয়েছেন মেজর (অব.) আবদুস ছালাম চৌধুরী। ইতিমধ্যে দোকানে মালামাল তোলার জন্য আর্থিক সহায়তা পাঠিয়েছেন তিনি।

সম্প্রতি দৈনিক আনন্দবাজারে ‘একশ টাকা পুঁজি দিয়ে দোকান সাজিয়েছেন বৃদ্ধা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি নজরে আসে ঢাকায় অবস্থানরত মেজর (অব.) আবদুস ছালাম চৌধুরীর। তিনি খোঁজ নিয়ে দৈনিক আনন্দবাজারের কটিয়াদী প্রতিনিধি মিয়া মোহাম্মদ ছিদ্দিকের ফোনে সহায়তার কথা জানান।

পরবর্তীতে গত ২৮ এপ্রিল বৃহস্পতিবার সকালে জালালপুর ইউনিয়নের চরনোয়াকান্দী ব্রিজ সংলগ্ন বেড়িবাঁধে বৃদ্ধার দোকানে গিয়ে তাদের হাতে নগদ টাকা তুলে দেন এবং পরবর্তীতে আরও সহায়তার আশ্বাস দেন। এদিকে সহায়তার জন্য মেজর (অব.) আব্দুস সালাম চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বৃদ্ধা স্বামী-স্ত্রী বলেন, এ টাকা দিয়ে দোকানে জিনিসপত্র উঠাবেন তারা।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বাস, মাইক্রোবাস ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১৭

সংবাদটি শেয়ার করুন