শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কৃষি প্রণোদনা পেলেন ১১শ’ কৃষক

কৃষি প্রণোদনা পেলেন ১১শ’ কৃষক

নওগাঁর সাপাহারে ২০২১-২২ অর্থবছরে উফশি আউশ ধান উৎপাদনের লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে ১১শ’ কৃষককে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর মঞ্চে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর এ অনুষ্ঠানে আয়োজন করে। এসময় উপজেলা নির্বাহি অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী ও স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। প্রতিজন কৃষককে ৫ কেজি বীজ, ২০ কেজি ডিওপি, ১০ কেজি এমওপি প্রদানের মাধ্যমে কৃষি প্রনোদনার আওতায় আনা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাপলা খাতুন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাজান হোসেন মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ারসহ স্থানীয় ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে ৩০টি বাইসাইকেল ও ১৪০ জন শিক্ষার্থীর মাঝে ৬ লাখ ২৪ হাজার টাকা শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  টানেলে মিলবে স্বস্তি

সংবাদটি শেয়ার করুন