ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘পরিবেশদূষণে ধ্বংসের পথে প্রাণিজগৎ’ ওয়েবিনার শনিবার

বিশ্বে প্রাণিজগতের ৯০ ভাগের বসবাস সাগর-মহাসাগরে। তবে বর্তমানে সাগর, নদী, খাল-বিল, বন-জঙ্গল, বায়ু, শব্দ, আলোক ও আকাশ দূষণের ফলে চিরতরে হারিয়ে যাচ্ছে অসংখ্য প্রাণী। পশু-পাখি, কীটপতঙ্গ থেকে শুরু করে এসব প্রাণির ধ্বংসের মূল কারণ অবৈজ্ঞানিক উন্নয়ন ব্যবস্থা। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে না পারলে বর্তমান ও আগামী প্রজন্মের জন্য পৃথিবী হবে ভয়ংকর থেকে ভয়ংকরতর।

সেদিকে খেয়াল রেখে পরিবেশবিষয়ক সচেতনাবৃদ্ধিতে ‘পরিবেশদূষণে ধ্বংসের পথে প্রাণিজগৎ’ শীর্ষক ওয়েবিনারের আয়োজন করেছে মুভমেন্ট ফর ওয়ার্ল্ড এডুকেশন রাইটস-(এমডব্লিউইআর) ও দৈনিক আনন্দবাজার।
আগামী শনিবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় জুম মাধ্যমে ওয়েবিনারটি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস অধ্যাপক ও পরিবেশবিজ্ঞানী ড. আইনুন নিশাত (পরিবেশদূষণের প্রতিকার ও প্রাণিকূল রক্ষায় করণীয়)।

পরিবেশ বাঁচাও আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে মূলপ্রবন্ধ উপস্থাপন করবেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. গুলশান আরা লতিফা, বিশেষ অতিথি থাকছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন মুন্না (পরিবেশদূষণে হুমকিতে সমুদ্রিকপ্রাণ), ওয়ার্ক ফর এ ব্যাটার বাংলাদেশ-(ডব্লিউবিবি) ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী (পরিবেশদূষণে কেমন আছে নদীর জীববৈচিত্র), পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশ্মির রেজা (পরিবেশদূষণে হারাচ্ছে হাওরের প্রাণিকূল), এমডব্লিউইআরের যুগ্ম-আহ্বায়ক অ্যাড. রায়হানুল ওয়াজেদ চৌধুরীর উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখবেন সংগঠনির আহ্বায়ক ফারুক আহমাদ আরিফ ও প্যানেল আলোচক থাকবেন সেভ আওয়ার ওশেনের সাধারণ সম্পাদক মু. আনোয়ার হোসেন ও মেরিন জার্নালিস্ট নেটওয়ার্কের সহ-সভাপতি ইহসানুল হক জসিম। থাকছে বিশেষ প্রশ্নোত্তর ও সংক্ষিপ্ত আলোচনা-পরামর্শ।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন