শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি সমঝোতা স্বাক্ষর

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি সমঝোতা স্বাক্ষর

বান্দরবান বিশ্ববিদ্যালয় এবং তৈরি পোশাক নির্মাতা প্রতিষ্ঠান লুম্বিনি লিমিটেডের সঙ্গে ভাষা এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। গত ১৩ এপ্রিল বান্দরবান বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সমঝোতা স্বাক্ষর করেন। এ সময় দুই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশ্ববিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে আইইউবি’র উপাচার্য তানভীর হাসান, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ ইমাম আলী এবং লুম্বিনি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহ্ মোহাম্মদ সুলতান উদ্দিন ইকবাল বীর প্রতীক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

আইইউবি এবং বান্দরবান বিশ্ববিদ্যালয়ের মধ্যে হওয়া চুক্তিতে উল্লেখ করা হয় পার্বত্য তিন জেলার বিভিন্ন নৃগোষ্ঠীর হারিয়ে যাওয়া প্রায় ভাষা সংরক্ষণে আইইউবি’র সেন্টার ফর এনডেনজারড এন্ড লস্ট ল্যাংগুয়েজেস-এর সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করবে বান্দরবান বিশ্ববিদ্যালয়। এ সেন্টার ফর এনডেনজারড ল্যাংগুয়েজেস আইইউবি’র সাশিন সেন্টার ফর মাল্টিলিংগুয়াল এক্সেলেন্স-এর অন্তর্গত একটি স্বতন্ত্র বিভাগ। পাশাপাশি, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়নেও সহযোগিতা করবে আইইউবি। অন্যদিকে বান্দরবান ভিত্তিক তৈরি পোষাক নির্মাতা প্রতিষ্ঠান লুম্বিনি লিমিটেডের পৃষ্ঠপোষকতায় বান্দরবান বিশ্ববিদ্যালয়ের দু’জন বাছাইকৃত নারী শিক্ষার্থী প্রতি বছর দুটি করে সিমেস্টার ঢাকায় অব¯ি’ত আইইউবি ক্যাম্পাসে পড়াশোনার সুযোগ পাবেন। এ খাতে প্রতি বছর প্রত্যেক শিক্ষার্থীর জন্য আড়াই লাখ টাকা করে মোট পাঁচ লাখ টাকা অনুদান দেবে লুম্বিনি লিমিটেড।

আরও পড়ুনঃ  এইচএসসি ও সমমানে পাসের হার ৭৮.৬৪ শতাংশ

সংবাদটি শেয়ার করুন