ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

৫০০ কোটির পথে ‘কেজিএফ-টু’!

বর্তমানে বক্স অফিস মাতাচ্ছে প্রশান্ত নীল পরিচালিত ‘কেজিএফ-টু’। মুক্তির দুই দিনের মধ্যেই ৩০০ কোটি রূপি আয়ের ঘরে পৌঁছে গেছে ছবিটি।

বক্স অফিসের তথ্য অনুসারে, মাত্র দুই দিনে সারাবিশ্বে ৩০০ কোটির ব্যবসা করে ফেলেছে ছবিটি। একজন চলচ্চিত্র বিশ্লেষকের ভবিষ্যদ্বাণী, আগামী চার দিনে শুধুমাত্র হিন্দি মার্কেট থেকে ১৮৫ কোটির ব্যবসা করতে চলেছে ‘কেজিএফ-টু’।

জানা যায়, ২ দিনে গোটা ভারতে ছবিটি ব্যবসা করেছে ২৪০ কোটি। ইতিমধ্যেই উত্তর ভারতে অর্থাৎ হিন্দি মার্কেটে ১০০ কোটির ব্যবসা করে ফেলেছে। বিশেষজ্ঞ মহল দাবি করছে, বাহুবলী ২ কিংবা দঙ্গলের চেয়ে অনেক ভালো ব্যবসা করতে চলেছে ‘কেজিএফ-টু’।

১৪ এপ্রিল মুক্তির প্রথম দিনেই ১৩৪.৫০ কোটি টাকার ব্যবসা করেছে ‘কেজিএফ-টু’। এবং দ্বিতীয় দিনের প্রথমার্ধেই ৫০ কোটি টাকার ব্যবসা করেছিল। এবং দিনের শেষে ভেলকি দেখাল ছবিটি।

ওয়ার্ল্ডওয়াইড ব্যবসার নিরিখে ৩০০ কোটি স্পর্শ করেছে ছবিটি। প্রাথমিকভাবে ভারতের ৬ হাজার ৬০০টি হলে ও বিশ্বজুড়ে মোট ১০ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি।

যশের এ সুপারহিট ছবি বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে এখন টপে রয়েছে। আগেই আঁচ করা হয়েছিল রাজামৌলির আরআরআরকে ছাপিয়ে যাবে এই ছবি। আর সেই পথেই এগোচ্ছে ‘কেজিএফ-টু’।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন