শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে তরমুজ ব্যবসায়ীরা লোকসানে

সিরাজগঞ্জে তরমুজ ব্যবসায়ীরা লোকসানে

সিরাজগঞ্জে তরমুজ ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছেন। কাঁচা পণ্য বেশী দিন ধরা রাখা যায় না, তাই লোকসান হলেও বিক্রি করে দিতে হচ্ছে তরমুজ। গত রবিবার সকালে সিরাজগঞ্জে অন্যতম বড় ফলের আড়ত নলকা মোড় এলাকায় ঘুরে দেখা গেছে, তরমুজ বিক্রি করে লাভ না থাকায় চরম বিপাকে আছেন  তারা। খুলনা-বরগুনা জেলা থেকে আসা বিট ফ্যামিলি জাতের উপরে সবুজ ভিতরে লাল বর্নের তরমুজ বর্তমান প্রতি কেজি পাইকারি বাজার মূল্য ২৭ থেকে ২৮ টাকা কেজি হারে বিক্রি করছেন। নলকা আড়ত থেকে দৈনিক ১৫০০-১৬০০ মণ তরমুজ পাইকারি দামে বিক্রি হচ্ছে এমনকি সিরাজগঞ্জ জেলার সকল জায়গায় তরমুজের চাহিদা মেটাতে সক্ষম হচ্ছে। এলাকাতে প্রায় ১৫০ জনের উর্ধ্বে তরমুজসহ সিজনালী নানান রকমের ফল ব্যবসায়ী আছেন। যারা সিরাজগঞ্জ বাসীর ফলের চাহিদা মেটাতে বিভিন্ন জেলা থেকে নানান রকমের ফল আমাদানি করেন রোদ বৃষ্টি উপেক্ষা করে। ধারনা করা হচ্ছে শ্রম-অর্থ বিনিয়োগ করার পরেও লসের হিসাব করতে হবে চলতি বছরে।

তরমুজ ব্যবসায়ী আব্দুল মোন্নাফ বলেন, আমরা পটুয়াখালী ও বরগুনা জেলায় কৃষকের কাছ থেকে সরাসরি তরমুজের জমি কিনে ব্যবসা করছি। আগে ট্রাকে মাল আসতো ২০ থেকে ২২ টন। আর এখন বিভিন্ন এলাকায় সেতুর স্কেল করার জন্য মাল আসে ১৩ টন। এতে আমাদের ডাবল খরচ হচ্ছে। যে টাকাতে কেনা সেই টাকাতেই বিক্রি করতে হচ্ছে তরমুজ। এই জন্যই বর্তমান আমাদের লসের বাজার। তবে বৃষ্টি হলে আরও ব্যাপক লসের মুখে পরতে পারে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  হামের রেড জোন কক্সবাজার

সংবাদটি শেয়ার করুন