ব্যবহারকারীদের জন্য ফের একগুচ্ছ নতুন ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। একটি ভিডিও মেসেজে এই তথ্য জানিয়েছেন ফেসবুকের কর্ণধার মার্ক জাকারবার্গ। নতুন সব ফিচারগুলোই ভয়েস মেসেজ কেন্দ্রিক।
এবারের নতুন ফিচারে এখন থেকে ভয়েস মেসেজ রেকর্ডিং পজ করা যাবে। এতে একটাই মেসেজেই অনেক বেশি বক্তব্য তুলে ধরা যাবে। বার বার ছোট ছোট করে মেসেজ পাঠাতে হবে না। এখন থেকে চ্যাট থেকে বাইরে বেরিয়েও ভয়েস মেসেজ শুনতে পারবেন আপনি। এতদিন কারও ভয়েস মেসেজ শুনতে হলে তার চ্যাট উইন্ডো খুলে বসে থাকতে হত। ততক্ষণ পর্যন্ত অন্য মেসেজ চেক করা যেত না। তবে এবার থেকে আপনি তা করতে পারবেন।
ভয়েস চ্যাটে ওয়েভফর্ম ফিচার যোগ করেছে হোয়াটসঅ্যাপ। এছাড়া ১.৫x এবং ২x স্পিডে এবার থেকে ভয়েস মেসেজ শোনা যাবে। এতে বাঁচবে সময়।
এবারের আপডেটগুলির মধ্যে ভয়েস রেকর্ডিং পজ এবং রিসিউমের ফিচার সব থেকে গুরুত্বপূর্ণ। বাড়তি সুবিধা দেবে আউট অব চ্যাট ভয়েস মেসেজের ফিচারও।
আনন্দবাজার/টি এস পি