আবারও ভয়াবহ আকার ধারণ করেছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের চলমান ভয়াবহ দাবানল। বর্তমানে এটি রাজধানী সিডনির উত্তরাঞ্চল থেকে মাত্র ৩৭ মাইল দূরে রয়েছে। দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে সতর্ক করে দিয়েছে দেশটির এক অগ্নি নির্বাপণ কর্তৃপক্ষ।
শনিবার (৭ ডিসেম্বর) বিবিসি জানিয়েছে, সিডনি শহর থেকে গাড়িতে মাত্র এক ঘণ্টার পথের দূরত্ব দাবানল কবলিত এলাকার। ৩ হাজার হেক্টর এলাকাজুড়ে চলছে দাবানলের গ্রাস। ১৪০টি স্থানে দাবানলের আগুন জ্বলতে থাকে। ২ হাজারেরও বেশি দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। অধিকাংশ জায়গায় দাবানলের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বাইরে চলে গেছে। তাই ওই এলাকা থেকে লোকজনকে সরে যেতে বলেছে কর্তৃপক্ষ।
দ্য নিউ সাউথ ওয়েলস রুরাল ফায়ার সার্ভিসের উপ-কমিশনার রব রজার বলেছেন, আমরা এ দাবানল কোনো ভাবে থামাতে পারছি না। পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত আগুন জ্বলতে থাকবে। দাবানলের ভয়াবহতা কমলে আমরা এর নিয়ন্ত্রণের চেষ্টা করবো।
সংশ্লিষ্টরা জানান, ধোঁয়ায় গত সপ্তাহে শহরের হাসপাতালে রোগী ভর্তির পরিমাণ ১০ শতাংশ বেড়েছে। চলতি বছরের দাবানলে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্য। এরই মধ্যে সেখানকার প্রায় ১৬ লাখ হেক্টর জমি পুড়ে গেছে।
উল্লেখ্য, গত অক্টোবরে লাগা এ দাবানলের কারণে পুড়ে ছাই হয়ে গেছে অসংখ্য বনভূমি ও পশুপাখি। সিডনি শহরসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে ক্ষতিকর কালো ধোঁয়া। এতে অনেকে স্বাস্থ্যগত সমস্যায় পড়ছে। এ দাবানলে এরই মধ্যে মারা গেছেন অন্তত ৬ জন এবং সাতশ’রও বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে।
আনন্দবাজার /এম.কে