ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনা করার কারণে রাশিয়ার জ্বালানি তেলের ওপর পশ্চিমা বিশ্ব নিষেধাজ্ঞা আরোপ করলে পাল্টা পদক্ষেপ নিতে পারে রাশিয়া। জ্বালানি তেলে নিষেধাজ্ঞা দেয়া হলে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছে মস্কো।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, মস্কো বলেছে, পশ্চিমা দেশগুলো যদি তাদের তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তবে জার্মানিতে গ্যাস পাইপলাইনের প্রধান সরবরাহ বন্ধ করে দেয়া হবে।
রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক জানিয়েছেন, রুশ জ্বালানি তেল প্রত্যাখ্যান করা হলে বিপরীতে বিশ্ব বাজারে প্রতিকূলতা সৃষ্টি হবে। তিনি আরও বলেন, এমনটি ঘটতে থাকলে জ্বালানি তেলের দাম দ্বিগুণ হয়ে যাবে। এক ব্যারেলের দাম তিনশ ডলার পর্যন্ত পৌঁছতে পারে।
এদিকে ইউরোপীয় ইউনিয়ন একটি খসড়া পরিকল্পনা তৈরি করেছে যার মাধ্যমে তারা রাশিয়ার জ্বালানির ওপর থেকে নির্ভরশীলতা কমিয়ে আনার চেষ্টা করবে। বর্তমানে ইউরোপের দেশগুলো রাশিয়া থেকে মোট চাহিদার প্রায় অর্ধেক গ্যাস ও কয়লা এবং জ্বালানি তেলের এক তৃতীয়াংশ আমদানি করে থাকে। আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার ফ্রান্সে একটি বৈঠকে এ পরিকল্পনা নিয়ে আলোচনা হবে।
আগামী ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির ওপর নির্ভরশীলতা বাড়ানোর পাশাপাশি জ্বালানির জন্য রাশিয়ার বদলে অন্য বিকল্প খোঁজার প্রতি গুরুত্ব দেয়া হয়েছে ওই পরিকল্পনায়। ইউরোপের দেশগুলোয় সরবরাহকৃত গ্যাসের ৪০ শতাংশ ও জ্বালানি তেলের ৩০ শতাংশ যায় রাশিয়া থেকে।
আনন্দবাজার/টি এস পি