বিপিএল ফাইনালের পর ভারতে পাড়ি দিয়েছেন সাকিব আল হাসান। কলকাতায় বিজ্ঞাপন এর শ্যুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন চট্টগ্রামে দলের সাথে। কালীঘাট অঞ্চলে বিজ্ঞাপন এর জন্য শ্যুট করেছেন সাকিব আল হাসান।
আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ শুরু। আইসিসি ওয়ানডে সুপার লিগের অন্তুর্ভুক্ত এই ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। যথাক্রমে আগামী ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারী হবে তিনটি ম্যাচ।
বিপিএল শেষ হবার পরই বাংলাদেশ ওয়ানডে দলের একটি অংশ চলে যায় চট্টগ্রামে। কিন্তু তাদের সাথে যোগ দেননি সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও জেমি সিডন্সরা। তামিম মুশফিকদের বহর রবিবার বন্দরনগরী চট্টগ্রামে পৌছায়। সেদিন বিকেলেই অনুশীলন শুরু করেছেন তারা।
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে আইসিসি সুপার লিগের অংশ হবার কারনে সিরিজটি বেশ গুরত্বের সাথে দেখছে দু পক্ষই। চট্টগ্রামে অনুষ্ঠিত হওয়া তিন ম্যাচ ওয়ানডে সিরিজের পর ঢাকার মিরপুরে দুটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল।
আনন্দবাজার/ টি এস পি