২০২২ কাতার ফুটবল বিশ্বকাপই জাতীয় দলের হয়ে নিজের শেষ বিশ্বকাপ, এ কথা জানিয়েছিলেন নেইমার জুনিয়র। কিন্তু অবসরের আগে ক্যারিয়ারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে খেলার আগ্রহ প্রকাশ করেছেন নেইমার।
একসময়কার দাপিয়ে ফুটবল খেলা অনেক ফুটবলাররাই এখন সকার লিগ মাতাচ্ছেন। অবসরে যাওয়ার আগে তাদের পথেই হাঁটতে চান নেইমার। ২০১৭ সালে বার্সেলোনা থেকে রেকর্ড পরিমান ট্রান্সফার ফিতে পিএসজিতে পাড়ি জমান এ তারকা। তার সাথে ফরাসি ক্লাবটির চুক্তির মেয়াদ রয়েছে ২০২৫ সাল পর্যন্ত।
বয়স হিসেব করলে মেসি-রোনালদোর থেকে পাঁচ-ছয় বছর কম হবে নেইমারের বয়স। বর্তমানে তার বয়স এখন ৩০ বছর। ২০২৫ সালে পিএসজির সাথে চুক্তির মেয়াদ শেষ হলে তখন পর্যন্ত নেইমারের বয়স হবে ৩৩ বছর। ঠিক তখনই যুক্তরাষ্ট্রের লিগে যাবেন কি-না, সে ব্যাপারে অবশ্য কিছু জানাননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
নেইমার জানান, জানি না আমি আবার ব্রাজিলে খেলব কিনা। এটা নিয়ে আমার কিছুটা সংশয় আছে। আমি আসলে যুক্তরাষ্ট্রে খেলতে চাই। অন্তত এক মৌসুমের জন্য হলেও সেখানে খেলতে চাই। প্রথমত, তাদের (ঘরোয়া) মৌসুমটা ছোট, তাই (সেখানে খেললে) আমি তিন মাস ছুটি পাব।
অবসর কখন নেবেন- এ প্রসঙ্গে নেইমার জানান, বন্ধুদের সাথে মজা করে বলি যে ৩২ বছর বয়সে আমি অবসর নেব। তবে এটা নিছকই একটি রসিকতা। আসলে আমি জানি না।
নেইমার মনে করেন, মানসিক অবস্থাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবকিছু ঠিকঠাক থাকলে নেইমার খেলে যেতে চান আরও কয়েকটি বছর। তিনি জানান, সত্যি বলতে, মানসিকভাবে ক্লান্ত না হওয়া পর্যন্ত আমি খেলা চালিয়ে যাব। যদি আমার মানসিক অবস্থা ঠিক থাকে এবং শারীরিকভাবে মনে করি, এখনো কয়েক বছর খেলতে পারব। কিন্তু আমার মানসিক স্বাস্থ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আনন্দবাজার/ টি এস পি