ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা দুই কোটি ছাড়িয়েছে

মহামারী নভেল করোনাভাইরাস তাণ্ডব চালাচ্ছে পুরো বিশ্বে। প্রতিনিয়ত বেড়েই চলেছে এই ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে দুই কোটি।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, আজ সোমবার সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৭ লাখ ৩৩ হাজার ৯৯৫ জন।তবে আক্রান্তদের অধিকাংশই সুস্থ হয়ে উঠেছেন। এখন পর্যন্ত পুরো বিশ্বে করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ১ কোটি ২৮ লাখ ৯৮ হাজার ২৩৮ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্তের সংখ্যা অর্ধকোটি ছাড়িয়েছে। এবং এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ১ লাখ ৬৫ হাজারের বেশি। এছাড়া ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ৩০ লাখ ৩৫ হাজার ৫৮২ জনে। এবং মারা গেছেন ১ লাখের বেশি। এদিকে ভারতে আক্রান্তের সংখ্যা ২২ লাখ ১৪
হাজার ছাড়িয়েছে। এবং এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ৪৫ হাজার।
আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন