ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নেপালের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়

নেপালের বিপক্ষে ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। তবে এক জয় ও এক ড্রয়ে ১-০ ব্যবধানে সিরিজ জিতেছে জেমি ডের শিষ্যরা।

গত শুক্রবার সিরিজের প্রথম ম্যাচ ২-০ গোলে জিতেছিল বাংলাদেশ। তাই এদিন জয় না পেলেও সিরিজ জয়ের সাফল্য ঘরে তোলে জামাল ভুঁইয়ারা।

আজ মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দুই দলই আক্রমণ ও পাল্টা আক্রমণে খেলে থাকলেও গোলের দেখা পায়নি কোনো দলই। ফলে ম্যাচটি ড্র হয়েছে।

সর্বশেষ ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এরপর এক যুগের বেশি সময় পর এই সাফল্য অর্জন করলো লাল-সবুজের দল। অবশ্য ২০১৮ সালে ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপে এই নেপালের কাছে হেরেছিল বাংলাদেশ।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন