করোনাভাইরাসের কারণে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্থগিত হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর নির্বাচন। ফেডারেশনের এই নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে বাফুফের নির্বাহী কমিটি। শুক্রবার বাফুফের কার্যনির্বাহী কমিটির এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় সব সদস্যই নির্বাচন পিছিয়ে দেওয়ার ব্যাপারে একমত হয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাফুফে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাস মহামারির কারণে এবং বৈশ্বিক স্বাস্থ্য অবস্থার কথা চিন্তা করে বাফুফে নির্বাচন স্থগিত করা হয়েছে। বাংলাদেশ সরকারও ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। এই সময়ে গণ জমায়েতও নিষিদ্ধ। এমন অবস্থায় আগামী ২০ এপ্রিল হতে যাওয়া নির্বাচন স্থগিত করে স্বাভাবিক সময়ের অপেক্ষা করা হবে। (এশিয়ান ফুটবল ফেডারেশন) এএফসি ও ফিফাকেও এটি জানানো হবে।
এদিকে ২০ এপ্রিলের নির্বাচনের ব্যাপারে অনড় ছিল দেশের ফুটবলের অভিভাবক সংস্থা বাফুফে। নির্বাচনের তফসিল ঘোষণার কথা ছিল ৩ এপ্রিল। কিন্তু সরকারের নির্দেশে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণায় অনিশ্চয়তা তৈরি হয় এই নির্বাচন ঘিরে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে শেষ পর্যন্ত স্থগিতের সিদ্ধান্ত নেয় সংস্থাটি।
আনন্দবাজার/ডব্লিউ এস




