ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শেয়ারবাজারে গুজব ছড়ানোদের তালিকা এখন গোয়েন্দা সংস্থার হাতে

পুঁজিবাজার নিয়ে গুজন ছড়ানোর তালিকা এখন গোয়ান্দা সংস্থার হাতে। যে কোন সময় তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সাথে কিছু গ্রুপ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। গ্রুপগুলো বন্ধের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) অনুরোধ করা হয়েছে।

বিএসইসি সূত্র মতে, পুঁজিবাজার নিয়ে ‘ডিসিশন মেকার গ্রুপ’ নামের গ্রুপ আছে। এর সদস্য রয়েছে প্রায় ১২ হাজার। গ্রুপটি থেকে একটি পোস্ট করে বলা হয়েছে বাজার এখন কারেকশন হবে। এটি মহুর্তের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। যার নেতিবাচক প্রভাব বাজারে পড়েছে বলে মনে করে বিএসইসি।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম গণমাধ্যম বলেন, পুঁজিবাজার নিয়ে কয়েকটি গ্রুপ আছে। যারা সামাজিক যোগাযোগ ব্যবহার করে বিনিয়োগকারীদের ভিভ্রান্ত করছে; তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে গোয়েন্দা সংস্থার কাছে তাদের তালিকা জমা দেওয়া হয়েছে। একই সাথে গ্রুপগুলো বন্ধের জন্য বিটিআরসির সাথে যোগাযোগ করা হয়েছে।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন