বিদ্যুৎ বিভাগের সকল বিতরণ কম্পানির আওতাধীন এলাকায় মসজিদ-মন্দির ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ ও এসির অবস্থা পরীক্ষা করার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। শনিবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে মন্ত্রণালয় থেকে এ নির্দেশ দেওয়া হয়।
এদিকে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় তিতাসের মহাব্যবস্থাপক আব্দুল ওহাবের নেতৃত্বে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৫ কর্মদিবসের মধ্যে এ কমিটি প্রতিবেদন প্রদান করবে বলে জানানো হয়েছে।
নারায়ণগঞ্জে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও তিতাসের পক্ষ থেকে পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার পৃথক এই তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য, গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় নামাজরত অর্ধশতাধিক মুসল্লি দগ্ধ হন। এর মধ্যে এখন পর্যন্ত দগ্ধ ১৬ জন নিহত হয়েছেন।
আনন্দবাজার/ডব্লিউ এস




