ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

এবার পদত্যাগ করলেন লেবানিজ বিচারমন্ত্রী

এবার পদত্যাগ করেছেন লেবাননেরর বিচারমন্ত্রী মারি ক্লড নজম। এ নিয়ে তিনজন লেবানিজ মন্ত্রী পদত্যাগ করলেন। এর আগে গতকাল রোববার লেবাননের তথ্যমন্ত্রী মানাল আবদেল সামাদ ও পরিবেশমন্ত্রী দামিয়ানোস কাত্তার পদত্যাগ করেছিলেন।

এক বিবৃতিতে পদত্যাগের কথা জানিয়েছেন নজম। লেবাননের বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের পর পদত্যাগ করছেন দেশটির মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যরা। গত শনিবার থেকে দেশটিতে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে।

পদত্যাগ করা বিচারমন্ত্রী বিবৃতিতে বলেন, সিস্টেমে মৌলিক পরিবর্তন না করে এই অবস্থার মধ্যে ক্ষমতায় থাকলে আমরা যে সংস্কার অর্জনের চেষ্টা করছি তা অর্জিত হবে না বলে বিবেকের তাড়নায় পদত্যাগ করছি। তিনি সরকারকেও পদত্যাগের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে লেবাননে সঙ্কটের ব্যাপকতার জন্য আগাম নির্বাচনেরও দাবি জানিয়েছেন তিনি।

এদিকে পদত্যাগ করেছেন লেবাননের সংসদের ৯ জন সদস্য। তবে ওই ৯ এমপি সম্পর্কে এখনও বিস্তারিত কিছুই প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, গত মঙ্গলবার লেবাননের বৈরুত বন্দরে ভয়াবহ এক বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ১৫৮ জনের মৃত্যু হয়েছে। এবং আহত হয়েছে ৬ হাজারের বেশি মানুষ। বন্দরের একটি গুদাম মজুদ থাকা ২ হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেটের কারণে ওই বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন