ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

করোনা ঠেকাতে ব্যর্থ বিশ্বনেতারা

করোনাভাইরাস ঠেকাতে বিশ্ব পর্যাপ্ত সময় পেয়েছিল বলে দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও’র প্রধান টেড্রোস আডানোম গেব্রিয়াসিস এ দাবি করেন।

সংবাদ সম্মেলনে করোনা মহামারি আকারে ছড়িয়ে পড়ার কারণ হিসেবে বিশ্বনেতাদের পরোক্ষে ব্যর্থতাকে দায়ী করেছেন টেড্রোস। তিনি আরও দাবি করেন, করোনা মোকাবিলায় চীন সময় নষ্ট করেনি।

তিনি জানান, চীন ছাড়া বাকি বিশ্বের ক্ষেত্রে করোনা মোকাবিলার জন্য পর্যাপ্ত সময় হাতে ছিল। ৩০ জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন করোনাকে মহামারি ঘোষণা করে তখন চীনের বাইরে মাত্র ৮২ জনের করোনা শনাক্ত হয় এবং এদের কেউ মারা যাননি।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন