ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আরও দুইদিন বাড়লো বাণিজ্যমেলা

ব্যবসায়ীদের অনুরোধের কারণে আবারও দুইদিন বাড়ানো হলো ২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার সময়। এর আগে ৪ঠা ফেব্রুয়ারির মেলা শেষ হওয়ার কথা থাকলেও এখন তা শেষ হবে ৬ই ফেব্রুয়ারি।

আজ সোমবার সন্ধ্যায় এ বিষয়ে বৈঠক শেষে সিদ্ধান্তের কথা জানায় বাণিজ্য সচিব। ব্যবসায়ীদের ক্ষতির কথা চিন্তা-ভবনা করে বাণিজ্যমেলার সময় বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রত্যাশানুযায়ী বিক্রি না হওয়ায় কারণে আবারো সময় বাড়ানোর দাবি করে ছিলেন ব্যবসায়ীরা।

যদিও এর আগে ঢাকার সুই সিটি নির্বাচন উপলক্ষে ৩১শে জানুয়ারির পরিবর্তে ৪ঠা ফেব্রুয়ারি মেলা শেষের দিন ধার্য করা হয়ে ছিল। মুজিববর্ষের ক্ষণ গণনা ও ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে গত মাসে বাণিজ্য মেলা ৩দিন বন্ধ ছিল।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন