জাতির পিতা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সকালে তিনি রাজধানীর ধানমণ্ডি ৩২ নাম্বারে অবস্থিত জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্প অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করেন। জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণের পর স্বাধীনতার এই মহান স্থপতির সম্মানার্থে কিছুক্ষণ নিরবতা পালন করেন।
এরপর আওয়ামী লীগের সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতাকর্মীদের সাথে পুনরায় জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্পণ করেন।
অতঃপর এক এক করে আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়।
১৯৭২ সালের ১০ জানুয়ারি বাঙ্গালি জাতির জন্য একটি ঐতিহাসিক দিন। এই দিনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে তার স্বপ্নের স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। আর এরই মধ্য দিয়ে অর্জিত হয় মুক্তিযুদ্ধের মহান বিজয়। সেই থেকে এই দিনটিকে জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে উদযাপন করা হয়।
আনন্দবাজার/তাঅ




