ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ফ্যাসিবাদীদের আর ছাড় নয়: ফারুকী

দেশের আলোচিত হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় চলচ্চিত্র নির্মাতা ও অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী কঠোর অবস্থান নেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি আবেগঘন পোস্টে তিনি এই ঘটনার প্রেক্ষিতে দেশবাসী ও রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

ফারুকী লিখেন, ‘শত শত স্বাধীনতাকামী মানুষকে জুলাই মাসে হত্যার পরও খুনিরা থেমে নেই। তারা দেশ ছেড়ে পালিয়ে গেলেও হত্যার হুমকি দিচ্ছে এবং একের পর এক সহিংসতা চালিয়ে যাচ্ছে। এটা চলমান খুনের জুলাই।’

তিনি রাজনৈতিক দলের মধ্যে পারস্পরিক আক্রমণ ও উত্তেজনার পরিস্থিতিকে ভয়ংকর হিসেবে আখ্যায়িত করেন। ফারুকীর মতে, ‘আমাদের অনৈক্যই খুনিদের সবচেয়ে বড় শক্তি।’ তাই তিনি সবাইকে এক হওয়ার আহ্বান জানান।

ফারুকী আরও বলেন, ‘ফ্যাসিবাদীরা এখনো কোনো অনুশোচনা অনুভব করেনি, বরং খুনের রাজনীতি চালিয়ে যাচ্ছে। এখনই সময় সিদ্ধান্ত নেওয়ার—ফ্যাসিবাদীদের আর একচুলও ছাড় নয়।’

তিনি রাজনৈতিক দলের প্রতি কড়া সতর্কবার্তা দিয়ে বলেন, ‘আপনারা যদি কেবল নির্বাচনের দিকেই মনোযোগ দেন, তাহলে তা হবে এক ভয়ানক ভুল। বাংলাদেশের ভবিষ্যৎ এক দশকের জন্য ঝুঁকিতে থাকবে। দায়িত্বশীলভাবে কাজ করতে হবে এবং জুলাই-এর চেতনাকে রক্ষা করতে হবে।’

পোস্টের শেষ অংশে তিনি স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকির কথা স্পষ্ট করেন। ফারুকীর ভাষায়, ‘জুলাই আমাদের চিরতরে বদলে দিয়েছে। বাংলাদেশ আর কারো দাসত্ব করবে না। হাদি একজন ব্যক্তি নয়—হাদিরা হাজারে হাজার, কাতারে কাতার।’

সংবাদটি শেয়ার করুন