ঢাকা | বুধবার
১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

গুগল কোডস ব্যবহার করে লোকেশন শেয়ার করার উপায়

গুগল কোডস ব্যবহার করে লোকেশন শেয়ার করার উপায়

সম্প্রতি ম্যাপিং সেবায় নতুন একটি ফিচার উন্মুক্ত করেছে গুগল। যার নাম প্লাস কোডস। এই ফিচার নিয়মিত স্ট্রিট অ্যাড্রেসের মতেই কাজ করবে। কিন্তু এর সাথে জুড়ে দেওয়া হয়েছে অলফা নিউমেরিক কোডস। তাই এখন আগের চেয়ে আরও ভালোভাবে নিজের লোকেশন শেয়ার করা যাবে। এছাড়া ব্যবহারকারী যেখানেই থাকুন না কেন, নির্দিষ্ট করে সেটা শেয়ার করা যাবে।

প্লাস কোডস এতোটাই উন্নত যে, এটি ব্যবহার করে ব্যবহারকারী চাইলে একই বাড়ির দুইটি প্রবেশদ্বারের ঠিকানাও আলাদা ভাবে শেয়ার করতে পারবেন।

চলুন জেনে নেওয়া যাক কীভাবে গুগল ম্যাপস থেকে এই সেবাটি পাবেন-

  • -প্রথমে গুগল ম্যাপ অ্যাপসটি চালু করুন।
  • -তারপর ম্যাপ থেকে নির্দিষ্ট লোকেশন খুঁজে বের করুন যেটি আপনি প্লাস কোডে পাঠাতে চান।
  • -এবার লোকেশন ট্যাপ করে পিন করুন।
  • -এরপর ড্রোপড পিন ওপনে করুন।
  • -এবার আপনি প্লাস কোডের উপরে একটি প্লাস কোড লোগো পাবেন।

যেভাবে এই লোকেশন শেয়ার করবেন-

প্লাস কোডের ওপর ট্যাপ করলেই অপশন আসবে কপি করার। এরপর কপি করা লিংকটি আপনি সহজেই কারো মেসেজ অথবা ইমেইলে পাঠানোর মাধ্যমে শেয়ার করতে পারবেন।

গুগল ম্যাপসে যেভাবে প্লাস কোড খুঁজে পাবেন-

এটি খুঁজে পাওয়া যায় খুবই সহজে। প্রথমে আপনাকে গুগল ম্যাপে গিয়ে সার্চ বক্সে প্লাস কোড লিখে খুঁজতে হবে। তারপর নির্ধারিত জায়গার নাম লিখে খুঁজতে হবে। আপনার কাঙ্ক্ষিত জায়গার নাম যদি গুগল কোডসে থাকে, তাহলে সাথে সাথেই আপনি প্লাস কোড পেয়ে যাবেন।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন