ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

নিরাপদ ইন্টারনেট : দেখা মাত্রই ক্লিক নয়, যাচাই ছাড়া শেয়ার নয়

নিরাপদ ইন্টারনেট : দেখা মাত্রই ক্লিক নয়, যাচাই ছাড়া শেয়ার নয়

বিশ্বের প্রায় ২০০টি দেশে গতকাল মঙ্গলবার ‘নিরাপদ ইন্টারনেট দিবস’ পালিত হচ্ছে। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় মঙ্গলবার এই দিবসটি পালন হয়ে আসছে। এই দিবসটি পালনের উদ্দেশ্য হচ্ছে, মানুষকে সচেতন করা। প্রযুক্তি ব্যবহারে দায়িত্বশীলতা, সৃজনশীলতা এবং নিরাপদ থাকার লক্ষে প্রতিবছর এই দিবসটি পালনে বিশ্বব্যাপী নেতৃত্ব দেয় ইনসেফ নেটওয়ার্ক।

এর আগে ২০০৪ সালে ইউরোপীয় ইউনিয়ন সেইফবর্ডার প্রকল্পের অংশ হিসেবে এই দিবসটির যাত্রা শুরু। এর পরের বছর থেকে ইনসেইফ নেটওয়ার্ক দিবসটি উদযাপনের দায়িত্ব নেয়।

বাংলাদেশে সাইবার অপরাধ এবং ইন্টারনেট হয়রানির বিরুদ্ধে সচেতনতা তৈরি থেকে শুরু করে সামাজিক যোগাযোগের ক্ষেত্রে নিরাপত্তা সচেতনতার বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে স্বেচ্ছাসেবী সংগঠন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন (সিসিএ ফাউন্ডেশন)।

বিশ্বব্যাপী বাংলাভাষীদের মধ্যে এই ধরনের সচেতনতা তৈরি করতে সিসিএ ফাউন্ডেশন কর্তৃক যে ক্যাম্পেইন পরিচালনা হয় সেটির নাম দেয়া হয়, ‘দেখা মাত্রই ক্লিক নয়, যাচাই ছাড়া শেয়ার নয়’ ক্যাম্পেইন।

সচেতনতা তৈরির অংশ হিসেবে প্রত্যেক ইন্টারনেট ব্যবহারকারীর কাছে ‘দেখা মাত্রই ক্লিক নয়, যাচাই ছাড়া শেয়ার নয়’ এর সাধারণ বার্তা পৌঁছে দিতে কাজ করছে সিসিএ ফাউন্ডেশন। অর্থাৎ ইন্টারনেটে কোনো আকর্ষণীয় পোস্ট দেখা মাত্রই সাথে সাথে তাতে ক্লিক না করে থামতে হবে। এরপর ভাবতে হবে বিষয়টি আসলে কী এবং এরপর নিরাপদ মনে হলে সেটিতে ক্লিক করা যাবে বা সেটির সাথে সংযুক্ত হতে হবে। নাহলে ভুল করে ক্ষতিকর কোথাও ক্লিক করে ভয়াবহ বিপদের মুখে পড়ার আশঙ্কা রয়েছে।

ইন্টারনেটে কোনো কনটেন্ট নিজের পরিচিতজনদের মধ্যে শেয়ার করার আগেও যাচাই করে নিতে হবে সেটির মূল উৎস। তাহলে অবচেতন মনে কোনো ভুল তথ্য ছড়িয়ে সমাজের ক্ষতি করা থেকে ইন্টারনেট ব্যবহারকারী বিরত থাকতে পারবে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন