ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

মঙ্গলের নতুন তথ্য ভাবাচ্ছে বিজ্ঞানীদের

বসন্ত এবং গ্রীষ্মকালে মঙ্গলগ্রহের বায়ুতে অক্সিজেনের পরিমাণ বেড়ে যায় প্রায় ৩০ শতাংশ। যা অক্সিজেন রহস্যকে আরো ঘনীভূত করছে। তাই মঙ্গলগ্রহ নিয়ে বিজ্ঞানীদের চিন্তা প্রতিনিয়ত বাড়ছেই। নাসার পাঠানো কিউরিওসিটি রোভার, অক্সিজেনের স্তরের এসব তথ্য পাঠিয়েছে পৃথিবীতে।

বিজ্ঞানীদের ধারনা, প্রতিনিয়ত অক্সিজেনের মাত্রা ঋতুভেদে বদলাতেই থাকে মঙ্গলে। তারা মনে করছেন, ভূতাত্বিক কোনো কারণে এমনটা হতে পারে। আর তাই যদি হয়, তাহলে প্রাণের অস্তিত্ব নিয়েও গবেষণা একটু দৃঢ় হবে বলে মনে করছেন বিজ্ঞানীরা ।

কতিপয় বিজ্ঞানীরা জানিয়েছেন, মঙ্গলের উত্তরভাগে বছরের শুরুতে অক্সিজেনের মাত্র বেড়ে যায়, কিন্তু বছর শেষে তা অনেকটা কমে যায়। শুধু অক্সিজেনই নয়; কার্বন-ডাই-অক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন, মিথেন এবং নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ভরপুর মঙ্গলগ্রহে।

তারা আরও বলেছেন, সূর্যের তাপে কার্বন-ডাই-অক্সাইড ও জল ভেঙে অক্সিজেন তৈরি হচ্ছে মঙ্গলে গ্রহে। আর এ কারণেই অক্সিজেনের মাত্রার কম-বেশি হতে পারে বলে মনে করছেন  বিজ্ঞানীরা। তবে ঋতুর সঙ্গে কী সম্পর্ক? এই প্রশ্নটাই ভাবাচ্ছে বিজ্ঞানীদের।

আনন্দবাজার/একে

সংবাদটি শেয়ার করুন