রবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

লাইভ অডিও রুম আনছে ফেসবুক

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ঘোষণা দিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে একটি অডিও ফিচার সিরিজ আনতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ফিচারে থাকবে লাইভ অডিও রুম। যা জনপ্রিয় অ্যাপ ক্লাবহাউজের ভার্সন। ব্যবহারকারীরা এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা লাইভ আলাপচারিতা শোনার পাশাপাশি অংশগ্রহণও করতে পারবে।

এছাড়া ‘সাউন্ডবাইটস’ নামের আরেকটি নতুন ফিচারও শুরু করতে যাচ্ছে ফেসবুক। যার মাধ্যমে ব্যবহারকারীরা ছোট ছোট অডিও ক্লিপ বানানোর পাশাপাশি শেয়ারও করতে পারবে।

আগামী কয়েক মাসের মধ্যে এই ফিচার আনুষ্ঠানিকভাবে শুরু হবে। তবে শুরুতে তার ব্যবহারকারী সংখ্যা থাকবে সীমিত। এছাড়া ব্যবহারকারীরা লাইভ অডিও রুম বা সাউন্ডবাইটসের মাধ্যমে অর্থও উপার্জন করতে পারবে। তবে এই দুই নতুন ফিচার সবার জন্য উন্মুক্ত থাকবে নাকি অসংখ্য ফলোয়ার থাকা নির্মাতাদের জন্য সংরক্ষিত থাকবে তা এখনো অস্পষ্ট।

এছাড়া ব্যবহারকারীরা যাতে সরাসরি পোডকাস্ট শুনতে পারে তারও ব্যবস্থা গ্রহণ করছে ফেসবুক। সোমবার এসব তথ্য জানিয়েছেন ফেসবুকের প্রধান মার্ক জাকারবার্গ।

আনন্দবাজার/টি এস পি

আরও পড়ুনঃ  পুলিশের জন্য ফেসিয়াল রিকগনিশন নিষিদ্ধ করলো আমাজন

সংবাদটি শেয়ার করুন