ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

পাওনার আরও একহাজার কোটি টাকা দিল গ্রামীণফোন

দ্বিতীয় দফায় বিটিআরসির পাওনা আরও একহাজার কোটি টাকা দিয়েছে গ্রামীণফোন। মঙ্গলবার বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হকের হাতে পে-অর্ডার তুলে দেন গ্রামীণফোনের একটি প্রতিনিধি দল।

টাকা জমা দেয়ার পর অনলাইনে সংবাদ সম্মেলনে বিটিআরসি চেয়ারম্যান বলেন, ৩০শে মের মধ্যে আরও এক হাজার কোটি টাকা জমা দেয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই তা দিয়েছে গ্রামীণফোন । দেশের ক্রান্তিকালে এই টাকা সরকারের কাজে লাগবে।

অডিট আপত্তির ফলে গ্রামীণফোনের কাছে বিটিআরসির পাওনা ছিল ১২ হাজার ৫৮০ কোটি টাকা। এর মধ্যে আপিল বিভাগের নির্দেশে গত ২৩শে ফেব্রুয়ারি বিটিআরসিকে এক হাজার কোটি টাকা পরিশোধ করে গ্রামীণফোন।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন