ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস’ ভাইবারের নতুন ফিচার

বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় মেসেজিং অ্যাপ ভাইবার ঘোষণা দিয়েছে, তাদের সব ধরনের চ্যাটে ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস’ ফিচারটি যুক্ত করার। বার্তাগ্রহীতা প্রেরকের বার্তা দেখার পরপরই স্বয়ংক্রিয়ভাবে সেই বার্তাটি ডিলিট হয়ে যাবে। এই ক্ষেত্রে, তাৎক্ষণিকভাবে শুরু হবে স্বয়ংক্রিয় গণনা।

এর পূর্বে, এ সুবিধা ছিলো শুধু সিক্রেট চ্যাটেই। শিগগিরই ব্যবহারকারীরা টেক্সট, ছবি, ভিডিও অথবা অন্যান্য ফাইল পাঠানোর ক্ষেত্রে সেকেন্ড, মিনিট, ঘণ্টা, এমনকি দিনের সময়সীমাও নির্ধারণ করতে পারবেন।

যেকোনো ‘ওয়ান-অন-ওয়ান’ চ্যাট করার ক্ষেত্রে ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস’ সুবিধা বিশ্বের সবচেয়ে সুরক্ষিত মেসেজিং অ্যাপ হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে ভাইবারকে।

একজন ব্যবহারকারী প্রথমে চ্যাটের নিচে থাকা ‘ক্লক’ আইকনে ট্যাপ করবে এবং তারপর বার্তা মুছে ফেলার সময়সীমা নির্ধারণ করে দিবে। তারপর টেক্সট লিখে তা পাঠাতে হবে। এই ভাবেই নতুন এ ফিচারটি উপভোগ করতে পারবেন ভাইবার ব্যবহারকারীরা।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন