মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় স্মার্টফোন বাজারে ধস

স্মার্টফোন বাণিজ্যের বাজারে এখন তীব্র প্রতিদ্বন্দ্বিতা। অ্যাপল, স্যামসাংয়ের পাশাপাশি চীনের স্মার্টফোন নির্মাণ প্রতিষ্ঠানগুলো এখন বাজার দখল করেছে। করোনাভাইরাসের কারণে গত ফেব্রুয়ারিতে সবারই চোখ কপালে উঠেছে। গত বছরের একই সময়ের চেয়ে ৫৪.৭ শতাংশ ডিভাইস কম বিক্রি হয়েছে এমনটাই জানিয়েছে চায়না অ্যাকাডেমি অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি (সিএআইসিটি)।

গত বছর ফেব্রুয়ারি মাসে স্মার্টফোন বিক্রি হয়েছিল এক কোটি ৪০ লাখ। এ বছরের ফেব্রুয়ারিতে স্মার্টফোন ব্র্যান্ডগুলো ডিভাইস বিক্রি করেছে ৬৩ লাখ ৪০ হাজার। ২০১২ সালের ফেব্রুয়ারি মাসের পর এবারই সবচেয়ে বড় ধস নেমেছে স্মার্টফোন বাজারে।

হুয়াওয়ে ও শাওমির মতো অ্যানড্রয়েড ব্র্যান্ডগুলোর স্মার্টফোন বিক্রি কমেছে সবচেয়ে বেশি। এক কোটি ২৭ লাখ অ্যানড্রয়েড স্মার্টফোন বিক্রি হয়েছিল ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে। অথচ এ বছর একই মাসে বিক্রি হয়েছে সাড়ে মাত্র ৫৮ লাখ।

আনন্দবাজার/তা.তা

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ৬৪ জেলায় হবে কৃষকের বাজার, মিলবে ন্যায্যমূল্য

সংবাদটি শেয়ার করুন