ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বদলে গেছে গুগল ম্যাপ

২০০৫ সালের ৮ ফেব্রুয়ারি চালু হয়েছিল গুগল ম্যাপ। পৃথিবীর কোন প্রান্তই এখন আর অচেনা নেই গুগল ম্যাপের কল্যাণে। গুগল ম্যাপে সার্চ করলেই সাথে সাথে বের করে দেবে পথ, কীভাবে যেতে হবে সবকিছু।

গুগল নতুন ডিজাইন এবং বৈশিষ্ট্যসহ মানচিত্রের ‘১৫ তম’ জন্মদিন উদযাপন করে। এতে গুগল ম্যাপের ইউজার ইন্টারফেস এবং অ্যাপের আইকন বদলানো হয়েছে। অ্যাপটির নতুন আইকনে এখন থেকে পাঁচ রঙের পিনের ছবি দেখা যাবে। গুগল ম্যাপে থাকা এক্সপ্লোর, কমিউট ও ফর ইউ ট্যাবগুলোও বদলে যাচ্ছে। সেভড, কন্ট্রিবিউট ও আপডেটস নামের তিনটি অ্যাপ নতুনভাবে যুক্ত হচ্ছে। এছাড়া যোগ হবে নতুন কিছু ফিচার। মোট ট্যাবের সংখ্যা হয়ে দাঁড়াবে ৫টি।

সেই সঙ্গে বাসে বা ট্রেনের তাপমাত্রা কতো তা জানা যাবে। এবং ম্যাপেই জানা যাবে যানজটের হালচাল। এছাড়া লাইট মোড ব্যবহার করে কম খরচে ম্যাপ ব্যবহার করতে পারবেন।

গুগল ম্যাপ চালানো যাবে ইন্টারনেট ছাড়াই। মাপা যাবে দূরত্ব। এবং প্রতিমুহূর্তে জানিয়ে দিবে আপনি কোথায় আছেন।

আনন্দবাজার/ টি এস পি 

সংবাদটি শেয়ার করুন