বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
দশ বছরে

ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে ৭ গুণ

ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে

দেশে গত ১০ বছরে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা সাত গুণ বেড়েছে। ২০১৩ সালে যেখানে ইন্টারনেট ব্যবহারকারী ছিল ৬.৭ শতাংশ আর তা ২০২৩ সালে বেড়ে দাঁড়িয়েছে ৪৩.৬ শতাংশে। এছাড়া দেশে বর্তমানে পরিবার পর্যায়ে মোবাইল ফোনে ব্যবহারের সুবিধা ভোগ করে ৯৭ দশমিক ৯ শতাংশ।

এছাড়া ইন্টারনেট ৪৩ দশমিক ৬ শতাংশ, স্মার্টফোন ৬৩ দশমিক ৩ শতাংশ, রেডিও ১৪ দশমিক ৯ শতাংশ, টেলিভিশন ৬২ দশমিক ২ শতাংশ, কম্পিউটার ৮ দশমিক ৯ শতাংশ এবং ল্যান্ডফোন ব্যবহার করে ০.৭ শতাংশ পরিবারের মানুষ।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ব্যবহার জরিপ-২০২৩ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

সোমবার (১৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত পরিসংখ্যান ভবনে একটি অনুষ্ঠানে এ তথ্য প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, খানা পর্যায়ে ইন্টারনেট ব্যবহারকারী সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ৫৯.০ শতাংশ। সবচেয়ে কম বরিশাল ও রংপুর বিভাগে ২৭.৩ শতাংশ।

ব্যক্তি পর্যায়ে ইন্টারনেট ব্যবহারকারীর হার ৪৪.৫ শতাংশ, মোবাইল ফোন ৯০.৫ শতাংশ, কম্পিউটার ৭.৯ শতাংশ এবং নিজস্ব মোবাইল ফোন ৬৩.৮ শতাংশ মানুষের।

২০১৩, ২০২২, এবং ২০২৩ সালের ডেটা বিশ্লেষণ করে দেখা যায়, দেশে ইন্টারনেট ব্যবহারকারী ছিল ২০১৩ সালে ছিল ৬.৭ শতাংশ। যেটা বৃদ্ধি পেয়ে ২০২২ সালে হয় ৩৮.৯ শতাংশ। ২০২৩ সালে হয়েছে ৪৪.৫ শতাংশ।

আনন্দবাজার/আক

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  যেই ৫০ অ্যাপ ফোনে থাকলেই বিপদ

সংবাদটি শেয়ার করুন