সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ছয় মাসে ৫ লাখের বেশি ডাউনলোড হয়েছে ইভ্যালি অ্যাপ

খুব তাড়াতাড়ি নাম কামিয়েছে ইভ্যালি অ্যাপ। গুগল প্লে স্টোরে প্রকাশের ছয় মাসের মধ্যে পাঁচ লাখেরও বেশিবার ডাউনলোড করা হয়েছে ইভ্যালি অ্যাপ। যাত্রা শুরুর এক বছরের মাথায় এসে ই-কমার্সভিত্তিক মার্কেটপ্লেসটিতে এখন নিবন্ধিত গ্রাহকের সংখ্যা প্রায় ১২ লাখ।

এছাড়া, প্রায় দেড় লাখ সদস্য নিয়ে বাংলাদেশে পরিচালিত ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্ববৃহৎ গ্রুপে পরিণত হয়েছে ইভ্যালির ফেসবুক কমিউনিটি গ্রুপ।

আজ রবিবার (১৫ ডিসেম্বর) সকালের আগে গুগল প্লে স্টোর থেকে দেখা যায়, প্রায় ৯.৬ মেগাবাইটের এ অ্যান্ড্রয়েড অ্যাপটি এখন পর্যন্ত পাঁচ লাখেরও বেশিবার ডাউনলোড করেছেন ব্যবহারকারীরা। ইভ্যালি এবং ইভ্যালি অ্যাপ নিয়ে ২৮ হাজারেরও বেশি রিভিউ এতে জমা পড়েছে। এসব রিভিউ’র গড় ফলাফল পাঁচ এর মধ্যে চার দশমিক আট। এছাড়া কমিউনিটি গাইডলাইনে অ্যাপটির স্কোর তিনের বেশি, যার অর্থ সব বয়সের গ্রাহকের জন্যই উপযুক্ত এ অ্যাপ।

যাত্রা শুরুর খুবই অল্প সময়ে এবং প্লে স্টোরে আসার ছয় মাসেরও কম সময়ে অ্যাপটির এমন ডাউনলোড হওয়াকে বেশ ইতিবাচকভাবে দেখছে প্রতিষ্ঠানটি।

ইভ্যালির অন্যতম উদ্যোক্তা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল বলেন, এটি ঠিক যে, ইভ্যালি নিয়ে অনেকের মধ্যে এখনও দ্বিধা কাজ করে, বেশ বিতর্কও আছে। কিন্তু আমরা জানি, আমরা সৎ। আমাদের বিশাল একটি লয়্যাল কাস্টমার বেস আছে। তারাও আমাদের ওপর আস্থা রাখেন। তারই ফলাফল এ পাঁচ লাখের বেশি অ্যাপ ডাউনলোড এবং প্রায় ১২ লাখ গ্রাহকের নিবন্ধন।

আনন্দবাজার/ইউএসএস

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  বেশি দামে বিক্রি হচ্ছে শীতের পোশাক

সংবাদটি শেয়ার করুন