ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

কম দামী ফোন বিক্রি বন্ধ করছে স্যামসাং

ফোন বিক্রির নীতিমালায় কিছু পরিবর্তন এনেছে স্মার্টফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্যামসাং। সম্প্রতি কম দামের ফোন তৈরি এবং বিক্রি পুরোপুরি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। প্রাথমিকভাবে ভারতীয় বাজারে বিক্রি বন্ধ করছে তারা।

মূলত ডিক্সন নামের একটি সংস্থা স্যামসাংব্র্যান্ডের হয়ে স্মার্টফোন তৈরি করে। বিশেষ করে সামস্যাংয়ের যত কম বাজেটের ফোন রয়েছে, সবগুলোই এই সংস্থাটি তৈরি করে।

জানা যায়, চলতি বছরের ডিসেম্বর মাসে সর্বশেষ ব্যাচের বাজেট ফোন তৈরি করবে ডিক্সন। তারপর আর কোনো ফোন তৈরি করা হবে না।

স্যামসাং’র এখন মূল লক্ষ্য দামি ফোন প্রস্তুত করা। আন্তর্জাতিক গণমাধ্যমের মতে, প্রতিষ্ঠানটি এখন থেকে ১৫ হাজার টাকার বেশি দামের ফোন তৈরি করবে। সবগুলো ফোনই হবে, ৫জি সুবিধা যুক্ত হ্যান্ড সেট।

বিশেষজ্ঞরা বলছেন, বাজারে ১০-২০ হাজার টাকার স্মার্টফোনের চাহিদা বাড়ায় কোরিয়ান প্রতিষ্ঠানটি এমন সিদ্ধান্ত নিয়েছে। যদিও এ বিষয়ে প্রতিষ্ঠানটি এখনও সরাসরি কোনো মন্তব্য করেনি।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন