ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

পেইড ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

এখন থেকে হোয়াটসঅ্যাপের বিশেষ কিছু ফিচার আর বিনামূল্যে ব্যবহার করা যাবে না। টাকা গুণতে হবে এসব ফিচার ব্যবহার করতে চাইলে। পেইড গ্রাহকরাই শুধুমাত্র ওই ফিচার ব্যবহারের সুযোগ পাবেন। এ ব্যাপারে বিশেষ সাবস্ক্রিপশন প্ল্যান নিয়ে আগাচ্ছে জনপ্রিয় এই মেসিজিং প্ল্যাটফর্মটি।

সম্প্রতি এক ব্লগ পোস্টে প্রকাশিত প্রতিবেদনে হোয়াটসঅ্যাপ জানায়, খুব শিগগিরই হোয়াটসঅ্যাপ বিজনেসের একাধিক ফিচার শুধুমাত্র পেইড গ্রাহকদের জন্যই রাখা থাকবে। তবে সাবক্রিপশন কেনা বাধ্যতামূলক হচ্ছে না। বিনামূল্যে এই মেসেজিং প্ল্যাটফর্মের বেসিক ফিচারগুলো ব্যবহার চালিয়ে যাওয়া যাবে।

ওয়াবেটা ইনফোর ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়, লিংকড ডিভাইসেস বিভাগকে ঢেলে সাজানোর কাজ শুরু করেছে মার্কিন মেসেজিং কোম্পানিটি। শুধুমাত্র হোয়াটসঅ্যাপ বিজনেস গ্রাহকরাই এই বিভাগ ব্যবহার করতে পারবেন।

নতুন এই ফিচারে একই অ্যাকাউন্ট ব্যবহার করে একাধিক স্মার্টফোন থেকে একই সাথে চ্যাট করতে পারবেন হোয়াটসঅ্যাপ বিজনেস গ্রাহকরা।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন