মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

এখন বিকাশ অ্যাপেই কেনা যাবে ট্রেনের টিকেট

কেনাকাটা, বিল পরিশোধ, অ্যাড মানি, মোবাইল রিচার্জসহ অন্যান্য অনেক সেবার মতোই এবার বিকাশ অ্যাপ দিয়ে ট্রেনের টিকিট সংগ্রহ করা যাচ্ছে। টিকিট কেনার এই সুবিধাটি যুক্ত হওয়ায় এখন গ্রাহকদের আর একাধিক অ্যাপ ব্যবহারের প্রয়োজন হবে না। যেভাবে ট্রেনের টিকিট কিনতে হবে সেই প্রকিয়াগুলো যথাক্রমে দেওয়া হল –

১. টিকিট কিনতে অ্যাপের টিকিট আইকন থেকে ট্রেন নির্বাচন করতে হবে এবং এখানে বাংলাদেশ রেলওয়ের ‘ই-টিকিটিং সার্ভিস’ স্ক্রিন আসবে।

২. এই স্ক্রিনে যাত্রার স্থান ও গন্তব্য, তারিখ, টিকিটের সংখ্যা ইত্যাদি তথ্য দিয়ে ট্রেন নির্বাচন করতে হবে।

৩. গ্রাহকের তথ্যানুসারে সিট ‘অ্যাভেইলেবল’ থাকলে ‘পারচেজ’ অপশন নির্বাচন করতে হবে। যেখানে রেলওয়েতে নিবন্ধিত ‘ইউজার আইডি’ ও ‘পাসওয়ার্ড’ দিতে হবে।

৪. এরপর বিকাশ গেটওয়েতে বিকাশ নম্বর দিলে গ্রাহকের মোবাইলে একটি ভেরিফিকেশন কোড যাবে।

৫. ভেরিফিকেশন কোড ও পিন দিয়ে টিকিট কেনার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আনন্দবাজার/একে

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  বিকাশ অ্যাকাউন্ট নেই এমন নম্বরেও টাকা পাঠানো যাবে এখন

সংবাদটি শেয়ার করুন